'লেডি উইথ দ্য ল্যাম্প' হিসেবে পরিচিত কে?
Solution
Correct Answer: Option C
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার
অগ্রদূত। তিনি ১৮৫৪ সালে সংঘটিত ক্রিমিয়া যুদ্ধে
আহতদের ক্লান্তিহীনভাবে সেবা দিয়ে নার্সিং পেশাকে
মহিমান্বিত করেছেন। যেখানেই ছিল অসহায়ত্ব, যন্ত্রণার
আঁধার, সেখানেই আলো হাতে এসে দাড়িয়েছেন তিনি।
এজন্যই তাকে 'লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয়।