বাংলার প্রথম রাজবংশের নাম কী?

A মৌর্য বংশ

B গুপ্ত বংশ

C পাল বংশ

D সেন বংশ

Solution

Correct Answer: Option A

- মহাস্থানগড়ের ব্রাহ্মী শিলালিপি অনুসারে, মৌর্য বংশই বাংলার প্রথম শাসনকারী রাজবংশ হিসেবে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের শাসনামলে বাংলা মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে বলে প্রমাণ পাওয়া যায়।
- এই শিলালিপিটি প্রমাণ করে যে, উত্তরবঙ্গের পুণ্ড্রবর্ধন (বর্তমান মহাস্থানগড়) মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল।
- গুপ্ত বংশের শাসনকাল শুরু হয় মৌর্যদের অনেক পরে, চতুর্থ শতকে।
- পাল বংশ হলো প্রথম স্বাধীন ও বাঙালি রাজবংশ, কিন্তু তাদের শাসন শুরু হয় অষ্টম শতকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions