নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?  

A সোনালী কাবিন 

B রূপসী বাংলা 

C লোক লোকান্তর 

D নকশী কাঁথার মাঠ 

Solution

Correct Answer: Option A

নোলক
– আল মাহমুদ

আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
নদীর কাছে গিয়েছিলাম, আছে তুমার কাছে?
-হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে।
বললো কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে
শাদা পালক বকরা যেথায় পাখ ছাড়িয়ে থাকে।

আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ
- সোনালী কাবিন,
- লোক লোকান্তর,
- কালের কলস,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions