ফুসফুসীয় ধমনির কাজ কী


A অক্সিজেনসমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃদপিণ্ডে নিয়ে যায়

B কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃদপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়।

C হৃদপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধায় 

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option B

-ফুসফুসীয় ধমনি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃদপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়।
-পালমোনারি শিরা অক্সিজেনসমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃদপিণ্ডে নিয়ে যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions