কীসে সহায়তা করার কারণে বৃক্ককে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয়?
A শরীরের প্রবাহী নিয়ন্ত্রণ
B অম্ল-ক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ
C বিপাকীয় বর্জ্য অপসারণ
D সবগুলোই
Solution
Correct Answer: Option D
-বৃক্ক হ'ল মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর রেচন অঙ্গ।
-বৃক্কের কাজগুলো হলো ঃ
১।বৃক্ক জল এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ অসমোরেগুলেশন।
২।বৃক্ক বিপাকীয় বর্জ্য এবং অবাঞ্ছিত রাসায়নিকগুলিকে শরীরের বাইরে বের করে দেয়।
৩।তারা দেহে অম্ল-ক্ষার ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে।
বৃক্ক নেফ্রনের দ্বারা এই কার্যগুলি সম্পাদন করে।