শিলারাশির চূর্ণ-বিচূর্ণ ও বিশিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বলে-

A বিচূর্ণীভবন

B অপসারণ

C নগ্নীভবন

D অবক্ষেপণ

Solution

Correct Answer: Option A

- শিলারাশির চূর্ণ-বিচূর্ণ ও বিশিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলা হয়।
- বিচূর্ণীভবনের ফলে শিলার শক্ত আবরণ ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়।
- এই ছোট ছোট কণাগুলিকে ক্ষয়জাত পদার্থ বলে।

- অপসারণ হল ক্ষয়জাত পদার্থের স্থানান্তর প্রক্রিয়া।
- নগ্নীভবন হল বিচূর্ণীভবন ও অপসারণের ফলে ভূ-ত্বকের উচ্চতা কমে যাওয়ার প্রক্রিয়া।
- অবক্ষেপণ হল ক্ষয়জাত পদার্থের জমা হওয়ার প্রক্রিয়া।

- সুতরাং, শিলারাশির চূর্ণ-বিচূর্ণ ও বিশিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বিচূর্ণীভবন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions