‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম ---

A তালিম হোসেন

B ফররুখ আহমদ

C গোলাম মোস্তফা

D আবুল হোসেন

Solution

Correct Answer: Option B

- ফররুখ আহমদ ছিলেন কবি, শিশুসাহিত্যিক।

- জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।

কর্মজীবন:
- প্রথমে কলকাতার আইজি প্রিজন অফিস এবং সিভিল সাপ্লাই অফিসে কয়েক বছর চাকরি।
- ১৯৪৫ সাল থেকে মাসিক মোহাম্মদী পত্রিকা সম্পাদনা।
- দেশভাগের পর ঢাকায় এসে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে স্টাফ শিল্পী হিসেবে যোগদান। সেখানে তিনি জনপ্রিয় খেলাঘর অনুষ্ঠানটি পরিচালনা করতেন।

রাজনৈতিক দর্শন:
- ছাত্রাবস্থায়ই এম.এন. রায়ের র‌্যাডিক্যাল মানবতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন।
- বিভাগোত্তরকালে তিনি পাকিস্তানি আদর্শ ও মুসলিম রেনেসাঁর একজন সমর্থক হন।

সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
 - সাত সাগরের মাঝি
 - সিরাজাম মুনীরা
 - নৌফেল ও হাতেম

কাব্যনাট্য:
 - মুহূর্তের কবিতা
 - ধোলাই কাব্য 
 - হাতেম তায়ী 
 - নতুন লেখা কাফেলা

ফররুখ আহমদের শিশুতোষ গ্রন্থ:
 - পাখির বাসা (১৯৬৫)
 - হরফের ছড়া (১৯৭০)
 - চাঁদের আসর (১৯৭০)
 - ছড়ার আসর (১৯৭০) 
 - ফুলের জলসা (ডিসেম্বর, ১৯৮৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions