120টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কতটি ?

A  100টি 

B  80টি  

C  60টি  

D  40টি 

Solution

Correct Answer: Option A

ধরি, 25 পয়সার মুদ্রা x টি

10 পয়সার মুদ্রা ( 120 - x) টি

প্রশ্নমতে, 25×x + (120 - x) 10 = 27×100

⇒ 25x + 1200 - 10x = 2700

⇒ 15x = 2700 - 1200

∴ x = 1500/15 = 100

অর্থাৎ, 25 পয়সার মুদ্রা 100 টি

এবং, 10 পয়সার মুদ্রা ( 120 - 100) = 20 টি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions