Solution
Correct Answer: Option D
এই ধরণের অংকগুলোকে সরাসরি ভাগ না করে, একটা ছোট টেকনিক খাটাতে হয়। এখানে দেখা যাচ্ছে, সবগুলো ফ্র্যাকশনের হর হলে ৭ এর গুনিতক, তাই প্রতিটি ফ্র্যাকশনকে ৭দিয়ে গুণ করতে হবে।
১/৭ × ৭ = ১
৩/১৪ × ৭ = ৩/২
৭/৪২ × ৭ = ৭/৬
৩/২৮ × ৭ = ৩/৪
এখন সহজে বুঝা যাচ্ছে ৩/৪ সবচেয়ে ছোট।