ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়?
A hard disc-এ
B ব্রাউজারের Read me মেমরিতে
C ব্রাউজারের ক্যাশ মেমরিতে
D Registry Editor-এ
Solution
Correct Answer: Option C
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি।
- কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর। এটা অনেকটা র্যামের মতই কাজ করে।
- প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে।
- অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল ব্রাউজারের ক্যাশ মেমরিতে জমা হয়।
- কম্পিউটারে পাঠানো কমান্ড এবং ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
- তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।