মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘স্বদেশ পরবাসী’ কে লিখেছেন?

A হুমায়ূন আহমেদ

B শওকত ওসমান

C সেলিনা হোসেন

D জাহানারা ইমাম

Solution

Correct Answer: Option C

হাঙর নদী গ্রেনেড'(১৯৭৬) সেলিনা হোসেনের উপন্যাস যা থেকে ১৯৯৮ সালে একই নামে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মিত হয়।
তাঁর রচিত প্রবন্ধ:
- নির্ভয় করো হে 
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- মানুষটি,
- নারীর রূপকথা,

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- যাপিত জীবন
- ভালোবাসা প্রীতিলতা

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions