'বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা'- এখানে বিনে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
A প্রয়োজন
B আবশ্যিকতা
C ব্যতিরেকে
D সঙ্গে
Solution
Correct Answer: Option B
-বিনা/বিনেঃ কর্তৃকারকের সঙ্গে - তুমি বিনা (বিনে)' আমার কে আছে?
-এখানে ‘বিনে’ কর্মপ্রবচনীয় পদটি দ্বারা মূলত আবশ্যিকতা বুঝানো হচ্ছে।