'বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা'- এখানে বিনে কী অর্থে ব্যবহৃত হয়েছে?

A প্রয়োজন

B আবশ্যিকতা

C ব্যতিরেকে

D সঙ্গে

Solution

Correct Answer: Option B

- যদিও আভিধানিক অর্থে ‘বিনে’ শব্দটি ‘ব্যতিরেকে’ বা ‘ছাড়া’ অর্থ প্রকাশ করে, কিন্তু কবি রামনিধি গুপ্তের এই চরণে (‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’) শব্দটির প্রয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
- এখানে বোঝানো হয়েছে যে, স্বদেশী ভাষা ছাড়া মনের তৃষ্ণা বা আশা মেটে না।
- যেহেতু মাতৃভাষা ছাড়া চলে না, তাই এখানে মাতৃভাষার গুরুত্ব ও অপরিহার্যতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
- এই অপরিহার্যতা বোঝাতেই ব্যাকরণিক ও ভাবগত অর্থে এখানে ‘বিনে’ শব্দটি আবশ্যিকতা অর্থে গৃহীত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions