'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা কে ?
Solution
Correct Answer: Option D
বাংলা উপন্যাসের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন (১৩ আষাঢ় ,১২৪৫) পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।তার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫)।তার উল্লেখযোগ্য উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ,রজনীতে (১৮৭৭)। প্রবন্ধগ্রন্থের মধ্যে লোকরহস্য, বিজ্ঞানরহস্য ইত্যাদি উল্লেখযোগ্য।