মহাকাব্য জাতীয় রচনা 'বৃত্রসংহার' এর রচয়িতা কে ?
Solution
Correct Answer: Option D
মহাকাব্য জাতীয় রচনা 'বৃত্রসংহার' এর রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটি ১৮৭৫ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য রচনা-
-চিন্তাতরঙ্গিনী (১৮৬১)
-বীরবাহু (১৮৬৪),
-আশাকানন (১৮৭৬),
-সাঙ্গরূপক কাব্য,
-ছায়াময়ী (১৮৮০),
-বিবিধ কবিতা (১৩০০)
-দশ মহাবিদ্যা(১৮৮২) ইত্যাদি।