মহাকাব্য জাতীয় রচনা 'বৃত্রসংহার' এর রচয়িতা কে ? 

A  কায়কোবাদ 

B  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 

C  মধুসূদন দও 

D  হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 

Solution

Correct Answer: Option D

মহাকাব্য জাতীয় রচনা 'বৃত্রসংহার' এর রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটি ১৮৭৫ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য রচনা- 
-চিন্তাতরঙ্গিনী (১৮৬১)
-বীরবাহু (১৮৬৪),
-আশাকানন (১৮৭৬),
-সাঙ্গরূপক কাব্য,
-ছায়াময়ী (১৮৮০),
-বিবিধ কবিতা (১৩০০)
-দশ মহাবিদ্যা(১৮৮২) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions