সামাজিক নাটক কোনটি ?

A  সধবার একাদশী 

B  নীল দর্পণ 

C  জমিদার দর্পণ 

D  কুলীনকুল সর্বস্ব 

Solution

Correct Answer: Option A

✿✿ দীনবন্ধু মিত্রের প্রহসন তিনটির নাম -সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক।

✿✿ প্রহসন হল এক ধরনের হাস্যরসাত্মক নাটক। এর উদ্দেশ্য হল হাস্যরস ও ব্যঙ্গ-বিদ্রুপের আড়ালে অতিরঞ্জিত, অসংযত ও অভাবনীয় অবস্থা সৃষ্টির মাধ্যমে দর্শকদের বিনোদন প্রদান করা। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয়াদি, যেমন - অনৈতিকতা, অনাচার, ধর্মীয় গোঁড়ামি ও রক্ষণশীলতা এবং প্রাত্যহিক জীবনের ত্রুটি-বিচ্যুতিসমূহ চিত্রিত হয়ে থাকে।

✿✿ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলা প্রহসন।
⏭প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন কোনটি?
উত্তর : একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
⏭ প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম প্রহসন রচনা করেন কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
⏭ প্রশ্ন : বাংলা ভাষার প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৫৯ সাল।
⏭ প্রশ্ন: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ কবে প্রকাশ হয়?
উত্তর : ১৮৬০ সালে।
⏭ একেই কি বলে সভ্যতা কাদের জীবন নিয়ে রচিত?
উত্তর : ইয়ং বেঙ্গলদের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে।
⏭ প্রশ্ন : অমৃতলাল বসুর প্রহসন কয়টি?
উত্তর : ১৪টি।
⏭ প্রশ্ন : অমৃতলাল বসুর প্রহসনগুলোর নাম কী?
উত্তর : বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়ুয্যে, তাজ্জব ব্যাপার, কৃপণের ধন।
⏭ প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষের প্রহসন কয়টি?
উত্তর : ৪টি।
⏭ প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পাণ্ডা।
⏭ প্রশ্ন :জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রহসন কোনটি?
উত্তর : কিঞ্চিৎ জলযোগ।
⏭ প্রশ্ন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : কিঞ্চিৎ জলযোগ, এমন কর্ম আর করব না, হঠাৎ নবাব, হিতে বিপরীত, দায়ে পড়ে দারগ্রহ।
⏭ প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : যেমন কর্ম তেমন ফল, উভয় সঙ্কট, চক্ষুদান।
⏭ প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের আলোচিত প্রহসন কোনটি?
উত্তর : যেমন কর্ম তেমন ফল।
⏭ প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৭৫ সাল।
⏭ প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : এর উপায় কি, ভাই, ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একি।
⏭ প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসন কোনটি?
উত্তর : এর উপায় কি।
⏭ প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : বৈকুণ্ঠের খাতা, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক, চিরকুমার সভা, শেষ রক্ষা।
⏭ প্রশ্ন : দীনবন্ধু মিত্রের প্রহসন তিনটির নাম কী?
উত্তর : সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক।
⏭ প্রশ্ন : দীনবন্ধু মিত্রের আলোচিত প্রহসন কোনটি?
উত্তর : বিয়ে পাগলা বুড়ো।
⏭ প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসনগুলো কী কী?
উত্তর : কল্কি অবতার, বিরহ, এ্যহস্পর্শ, প্রায়শ্চিত্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions