Solution
Correct Answer: Option D
- চলিত রীতি পরিবর্তনশীল।
- এ রীতি তদ্ভব শব্দবহুল।
- এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী।
- এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।
- চলিত রীতি কৃত্রিমতা বর্জিত।