মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?

A    মহাকাব্য

B    সনেট

C    পত্রকাব্য

D    গীতিকাব্য

Solution

Correct Answer: Option C

- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য 'বীরাঙ্গনা'।
- এতে মোট ১১ টি পত্র আছে ।
- দুস্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী, সমের প্রতি তারা উল্লেখযোগ্য পত্র ।
- এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন ।
- ব্রজাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের গীতিকাব্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions