Solution
Correct Answer: Option B
* মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক।
* ইতালীয় কবি পেত্রার্ক (Petrarch) হলেন সনেটের জনক। মধুসূদন দত্ত পেত্রার্কের সনেটের আদর্শে বাংলায় সনেট রচনা করেন।
* ১৮৬০ সালে ফ্রান্সের ভার্সাই নগরে অবস্থানকালে তিনি বাংলা ভাষায় প্রথম সনেট 'বঙ্গভাষা' (হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন) রচনা করেন।
* তাঁর রচিত সনেট সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬) বাংলা সাহিত্যের একটি অমূল্য সংযোজন। এখানে মোট ১০২টি সনেট রয়েছে।
* সনেট হলো চতুর্দশপদী কবিতা, যাতে ১৪টি চরণ এবং প্রতি চরণে সাধারণত ১৪টি অক্ষর বা মাত্রা থাকে।
• মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ:
- দ্য ক্যাপটিভ লেডি (ইংরেজিতে প্রথম কাব্য),
- তিলোত্তমাসম্ভব কাব্য (অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য),
- মেঘনাদবধ কাব্য (সার্থক মহাকাব্য),
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।
• মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক:
- শর্মিষ্ঠা (বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক),
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক),
- মায়া কানন।
• মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যতা,
- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।