অধর্মের মধুমায়া নিস্ফল ভুলি আনন্দে নাচিছে পুত্র, স্নেহমোহে ভুলি সে ফল দিয়োনা তারে ভোগ করিবারে কেড়ে লও, ফেলে দাও কাঁদাও তাহারে । কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা -

A    পরার্থে-- কামিনী রায়

B     সোমের প্রতি তারা---- মাইকেল মধুসূধন দত্ত

C    গান্ধারীর আবেদন --- রবীন্দ্রনাথ ঠাকুর

D    রকাম্বরধারিণী মা ---- কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option B

 

অধর্মের মধুমায়া নিস্ফল ভুলি আনন্দে নাচিছে পুত্র, স্নেহমোহে ভুলি সে ফল দিয়োনা তারে ভোগ করিবারে কেড়ে লও, ফেলে দাও, কাঁদাও তাহারে। কবিতাংশটির মূল কবিতা-- সোমের প্রতি তারা, কবি মাইকেল মধুসূধন দত্ত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions