Solution
Correct Answer: Option C
- যে গ্যাসের আণবিক ভর যত কম সে গ্যাসের ব্যাপন হার তত বেশি হয়।
- বিপরীতভাবে যে গ্যাসের আণবিক ভর যত বেশি সে গ্যাসের ব্যাপন হার তত কম হয়।
- অক্সিজেনের আণবিক ভর ৩২ ,কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর ৪৪,ক্লোরিনের আণবিক ভর ৭০,সালফারের আণবিক ভর ৬৪
- ক্লোরিনের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই ক্লোরিনের ব্যাপনের হারও সবচেয়ে কম হবে।