কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা ৬টি। এর পারমাণবিক সংখ্যা কত?
Solution
Correct Answer: Option B
-কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পরমাণবিক সংখ্যা (Atomic number) বলে।
- যেমন, কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা 6 টি এবং নিউট্রন সংখ্যা হল 6 টি।কার্বনের পারমাণবিক সংখ্যা ৬।