বজ্রপাতের সময় যে বৈদ্যুতিক ঝলক দেখা যায়,তা পদার্থের কোন অবস্থা?
A প্লাজমা অবস্থা
B গ্যাসীয় অবস্থা
C তরল অবস্থা
D কঠিন অবস্থা
Solution
Correct Answer: Option A
প্লাজমা তৈরির উপায়: প্রচণ্ড তাপ দিয়ে গ্যাসকে প্লাজমা করা যায়। শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়ােগ করেও প্লাজমা করা যায়। টিউবলাইটের ভেতর প্লাজমা তৈরি হয়। নিওন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায় সেগুলাের ভেতরে প্লাজমা তৈরি হয় বজ্রপাত হলে যে বিজলির আলাে দেখা যায় সেটিও প্লাজমা আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থ সেটিও প্লাজমা অবস্থায় আছে।