ফোর্ট উইলিয়াম কলেজের সাথে জড়িত ছিলেন না কেন?
A চণ্ডীচরণ মুন্সী
B বৃন্দাবন দাস
C মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D রামরাম বসু
Solution
Correct Answer: Option B
বৃন্দাবন দাস একজন মধ্যযুগীয় এবং পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন। বর্ধমানের কাছে দেনুর গ্রামে ১৬ শতকের শুরুতে জন্ম। তার রচিত শ্রীচৈতন্যদেবের জীবনী চৈত্যন্যভাগবত সবচেয়ে পুরোনো যা বৈষ্ণব সমাজে বেদব্যাস হিসাবে বিখ্যাত। তার রচিত গোপিকামোহন কাব্যও বৈষ্ণব সমাজের আদরের বস্তু।