কৌণিক গতির জন্য নিউটন কতটি সূত্র প্রদান করেছেন?
 

A ১ টি 

B ২ টি  

C ৩ টি  

D ৪ টি

Solution

Correct Answer: Option C

কৌণিক গতির ক্ষেত্রেও নিউটনের  তিনটি সূত্র আছে । নিম্নে সূত্রগুলো বর্ণনা করা হলো :

প্রথম সূত্র: বস্তুর ওপর বাহ্যিক টর্ক ক্রিয়া না করলে, স্থির বস্তু স্থির থাকবে এবং ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে।

দ্বিতীয় সূত্র: ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ঐ বস্তুর ওপর প্রকুক্ত টর্কের সমানুপাতিক এবং কৌণিক ভরবেগের এই পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকেই ঘটে ।

তৃতীয় সূত্র: ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রত্যেক ক্রিয়ামূলক টর্কের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক আছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions