কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। কোনো বস্তুর ভর m এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুর ওজন W হবে, W = mg ওজনের একক হলো বলের একক অর্থাৎ নিউটন।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions