আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোনটি সঠিক?
A বিভেদতল থেকে বাধা পেয়ে ফিরে আসে
B দুইটি সূত্র মেনে চলে
C আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান
D সবগুলো
Solution
Correct Answer: Option D
আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোন মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে আসে ।
বৈশিষ্ট নিম্নরুপ;
১।প্রতিফলন দুইটি সূত্র মেনে চলে।
২।আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান।
৩।আপতিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে।