বাংলা সাহিত্যের প্রথম ইসলামী গান ও গজল রচয়িতা কে?
A কাজী নজরুল ইসলাম
B আব্দুল করিম সাহিত্য বিশারদ
C শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
D শাহ মুহাম্মদ সগীর
Solution
Correct Answer: Option A
বাংলা সাহিত্যেরঃ
- প্রথম ইসলামী গান ও গজল রচয়িতা: কাজী নজরুল ইসলাম।
- প্রথম মুসলিম পুঁথি সংগ্রহকারী: আব্দুল করিম (সাহিত্য বিশারদ)।
- প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক: মীর মশাররফ হোসেন।
- প্রথম প্রণয়োপাখ্যান: শাহ মুহাম্মদ সগীর।