দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৯ হলে ছোট সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option A
মনেকরি
সংখ্যা দুটি ক, (ক + ১)
প্রশ্নমতে,
(ক+১)২ - ক২ = ৩৯
বা, ক২ + ২.ক.১ + ১২ - ক২ = ৩৯
বা, ২ক + ১ = ৩৯
বা, ২ক = ৩৯ - ১
বা, ২ক = ৩৮
∴, ক = ১৯
ছোট সংখ্যাটি = ১৯