দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
ধরি,
গ.সা.গু = ক
ল.সা.গু = ১২ক
প্রশ্নমতে
১২ক + ক = ৪০৩
বা, ১৩ক = ৪০৩
বা, ক = ৪০৩/১৩
∴ ক = ৩১
∴ গ.সা.গু = ৩১
∴ ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২
∴অপর সংখ্যাটি = (৩১ × ৩৭২)/৯৩ = ১২৪