"হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা" প্রকাশিত হয় -

A ১৯১৬ খ্রিস্টাব্দ

B ১৯২৬ খ্রিস্টাব্দ

C ১৩২৬ বঙ্গাব্দ

D ১৩১৬ বঙ্গাব্দ

Solution

Correct Answer: Option A

চর্যাপদ আবিষ্কারের ৯ বছর পর চর্যাপদ, সরহপাদের দোহা, কাহ্নপাদের দোহা ও ডাকর্ণব- এই চারটি পুঁথি একত্রে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে "হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা" নামে প্রকাশিত হয়। এর মধ্যে শুধু চর্যাপদ ছিল বাংলা ভাষার সম্পদ, বাকি ৩ টি গ্রন্থ পশ্চিম অপভ্রংশ ভাষায় লেখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions