বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

A সরলা দেবী চৌধুরাণী

B মহাশ্বেতা দেবী

C মুহাম্মদ সুলতানারশি

D কামিনী রায়

Solution

Correct Answer: Option D

কামিনী রায় (১৮৬৪ – ১৯৩৩)
- পরিচয়: কামিনী রায় ছিলেন বাঙালি কবি, সমাজকর্মী ও নারীশিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃত। তিনি বাংলা সাহিত্যের প্রথম দিককার নারী কবিদের মধ্যে অন্যতম।

জীবনপঞ্জি
- জন্ম: ১২ অক্টোবর, ১৮৬৪; বাকেরগঞ্জের বাসন্ডা গ্রাম (বর্তমান বরিশাল, বাংলাদেশ)।
- পিতা: চণ্ডীচরণ সেন (ঐতিহাসিক উপন্যাসিক ও বিচারক)।
- প্রথম কাব্যগ্রন্থ: আলো ও ছায়া (১৮৮৯)।
- পুরস্কার: কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯২৯)।
- মৃত্যু: ২৭ সেপ্টেম্বর, ১৯৩৩।

প্রধান সাহিত্যকীর্তি
- কাব্যগ্রন্থ
- আলো ও ছায়া (১৮৮৯)
- নির্মাল্য
- পৌরাণিকী
- গুঞ্জন (শিশুকাব্য)
- ধর্মপুত্র (অনুবাদ)
- মাল্য ও নির্মাল্য
- অশোকসঙ্গীত (সনেট)

নাটক
- অম্বা

সাহিত্যরীতি ও অবদান
- সহজ অথচ আবেগময় কাব্যভাষা।
- মানবিক বোধ, সমাজসচেতনতা ও নারীজাগরণের অগ্রদূত।
- বাংলা কাব্যসাহিত্যে প্রথম সারির নারীস্রষ্টাদের মধ্যে অন্যতম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions