ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম গদ্য লেখক কে?
A রামরাম বসু
B কালীপ্রসন্ন সিংহ
C ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
Solution
Correct Answer: Option A
- রামরাম বসু ১৭৫৭ সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাতি অর্জন করেন।
- ১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের সূচনা হলে তিনি সহকারী মুনশি হিসেবে নিযুক্ত হন।
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
- তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ 'লিপিমালা' (১৮০২)।
- তিনি ১৮১৩ সালে পরলোকগমন করেন।