Solution
Correct Answer: Option D
শওকত আলী এক কালজয়ী কথাশিল্পী
শওকত আলী (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - মৃত্যু: ২৫ জানুয়ারি ২০১৮) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি তাঁর লেখনীতে সমকালীন সমাজ, ইতিহাস, রাজনীতি এবং সাধারণ মানুষের জীবন সংগ্রামকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর রচনাশৈলী এবং বিষয়বস্তুর গভীরতা তাঁকে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র স্থান দিয়েছে।
জন্ম ও পারিবারিক জীবন:
শওকত আলীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। দেশভাগের পর ১৯৫২ সালে তাঁর পরিবার পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশ) দিনাজপুরে চলে আসে। তাঁর বাবার নাম খোরশেদ আলী সরকার এবং মায়ের নাম সালেমা খাতুন।
শিক্ষাজীবন ও কর্মজীবন:
শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ঢাকার জগন্নাথ কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।
কথাসাহিত্যিক শওকত আলী রচিত বিখ্যাত উপন্যাস:
- ওয়ারিশ,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- পিঙ্গল আকাশ,
- কুলায় কালস্রোত,
- যাত্রা (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের ক্ষেপ,
- দলিল,
- হিসাবনিকাশ।