১৬ গ্রাম গহনায় সোনা:তামা = ৩:১ হলে সোনার পরিমাণ কত?
A ১০ গ্রাম
B ১২ গ্রাম
C ১১ গ্রাম
D ১৩ গ্রাম
Solution
Correct Answer: Option B
- ১৬ গ্রাম গহনায় সোনা : তামা = ৩ : ১
- অর্থাৎ মোট অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪ ভাগ।
- ১৬ গ্রাম = ৪ ভাগ।
- তাহলে, ১ ভাগ = ১৬ ÷ ৪ = ৪ গ্রাম।
- সোনার পরিমাণ = ৩ ভাগ = ৩ × ৪ = ১২ গ্রাম।