৩০ টাকা/কেজি ও ৪০ টাকা/কেজি চাল মিশিয়ে ৩৩ টাকা/কেজি পেতে অনুপাত কত?
Solution
Correct Answer: Option D
এটি অ্যালিগেশন (Alligation) পদ্ধতিতে সমাধান করা যায়।
প্রশ্ন: ৩০ টাকা/কেজি ও ৪০ টাকা/কেজি চাল মিশিয়ে ৩৩ টাকা/কেজি পেতে হবে।
Step 1: পার্থক্য বের করি
(৪০ – ৩৩) = ৭
(৩৩ – ৩০) = ৩
Step 2: অনুপাত বসাই
৩০ টাকা চাল : ৪০ টাকা চাল = ৭ : ৩
উত্তর: ৭:৩ অনুপাতে মেশাতে হবে