বাংলা কবিতায় 'ধ্রুপদী রীতির প্রবর্তক' কাকে বলা হয়?

A জীবনানন্দ দাশ

B কাজী নজরুল ইসলাম

C সুধীন্দ্রনাথ দত্ত

D বুদ্ধদেব বসু

Solution

Correct Answer: Option C

- সুধীন্দ্রনাথ দত্ত  ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। 
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকা সম্পাদনা করে তিনি অমর হয়ে আছেন।
- সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
- ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন।
- 'তন্বী' কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক।
- ১৯৬০ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেষ্ট্রা,
- সংবর্ত,
- প্রতিদিন,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী,
- দশমী।

• তাঁর দুটি প্রবন্ধগ্রন্থ:
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।

• তাঁর রচিত অনুবাদ-কাব্যগ্রন্থ:
- প্রতিধ্বনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions