রম্বসের কর্ণ 3.25 সেমি ও 8 সেমি হলে ক্ষেত্রফল কত?
A 12 বর্গসেমি
B 13 বর্গসেমি
C 14 বর্গসেমি
D 13.5 বর্গসেমি
Solution
Correct Answer: Option B
রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হলো:
- ক্ষেত্রফল = (কর্ণ₁ × কর্ণ₂) ÷ 2
প্রদত্ত:
- কর্ণ₁ = 3.25 সেমি
- কর্ণ₂ = 8 সেমি
কর্ণগুলোর গুণফল:
- 3.25 × 8 = 26
2 দিয়ে ভাগ করি:
- 26 ÷ 2 = 13
উত্তর 13 বর্গসেমি