A পৃথিবীর চারপাশের জলীয় আবরণ
B ভূ-পৃষ্ঠ ও তার চারিদিকের বায়বীয় আবরণ
C পৃথিবীর চৌম্বকীয় স্তর
D ভূত্বকের উপরের শিলা স্তর
Solution
Correct Answer: Option B
বায়ুমণ্ডল হলো একটি গ্যাসীয় স্তর যা পৃথিবীকে চাদরের মতো ঘিরে রেখেছে। মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই গ্যাসীয় আবরণটি পৃথিবীর পৃষ্ঠের সাথে লেগে থাকে। এটি মূলত বিভিন্ন গ্যাসের মিশ্রণ, যার মধ্যে প্রধান উপাদানগুলো হলো:
- নাইট্রোজেন (প্রায় ৭৮%)
- অক্সিজেন (প্রায় ২১%)
- আর্গন, কার্বন ডাই-অক্সাইড এবং অন্যান্য গ্যাস (প্রায় ১%)