Solution
Correct Answer: Option C
আমেরিকার আদি অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয় । চতুর্দশ শতকের শেষদিকে স্পেনের রানী ইসাবেলার অর্থানুকূল্যে ক্রিস্টোফার কলম্বাস জাহাজ নিয়ে ভারতের সঙ্গে সরাসরি সমুদ্রপথ খুঁজতে বের হন । কিন্তু তিনি ভল করে আমেরিকা মহাদেশে চলে আসেন। ১৪৯২ সালে তিনি প্রথম যেখানে পা ফেলেন সেটি ছিল এখনকার বাহামা দ্বীপপুঞ্জ কিন্ত কলম্বাস ভেবেছিলেন তিনি ইন্ডিয়া চলে এসেছেন এবং একারণেই এখানকার অধিবাসীদের তিনি ইন্ডিয়ান বলে নামকরণ করেন । একই কারণে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপগুলােকেও একত্রে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ ।