হুমায়ূন আহমেদের সৃষ্ট কোন চরিত্রটি যুক্তির উপর বিশ্বাসী?

A হিমু

B শুভ্র

C মিসির আলি

D বাকের ভাই

Solution

Correct Answer: Option C

- জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে ‘মিসির আলি’ হলেন একজন প্রচণ্ড যুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক এবং সত্যসন্ধানী চরিত্র।
- পেশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন (খণ্ডকালীন) শিক্ষক।
- তিনি যে কোনো রহস্যময় বা অলৌকিক ঘটনাকে আবেগ দিয়ে বিচার না করে যুক্তি (Logic) ও বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করতে পছন্দ করেন।


অন্যদিকে,
- হুমায়ূন আহমেদের অপর জনপ্রিয় চরিত্র ‘হিমু’ ঠিক তার উল্টো;
- হিমু ‘এন্টি-লজিক’ বা যুক্তিহীনতায় বিশ্বাসী। আর ‘শুভ্র’ চরিত্রটি শুদ্ধতম মানব এবং
- ‘বাকের ভাই’ হলো বিখ্যাত টিভি নাটক ‘কোথাও কেউ নেই’-এর প্রধান চরিত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions