মোহিতলাল মজুমদারের 'আধুনিক বাংলা সাহিত্য' কোন ধরনের রচনা?

A উপন্যাস

B প্রবন্ধ

C নাটক

D কবিতা

Solution

Correct Answer: Option B

- মোহিতলাল মজুমদারের “আধুনিক বাংলা সাহিত্য” একটি প্রবন্ধধর্মী রচনা।
- কবি, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক। পেশায় তিনি একজন অধ্যাপক ছিলেন।
- তিনি তাঁর সমালোচনামূলক প্রবন্ধগুলিতে ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’ ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতেন।

তাঁর প্রকশিত কাব্যগ্রন্থ:
- স্বপন,
- স্মরগল,
- বিস্ময়,
- হেমন্ত গোধূলী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions