S = {x ∈ N : x2 = 1} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?

A {- 1, 1}

B {1}

C {- 1}

D {- 1, 0, 1}

Solution

Correct Answer: Option B

N  বলতে স্বাভাবিক সংখ্যার সেট বুঝায়।
শূন্য থেকে বড় সকল  পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে । অন্যভাবে বলতে গেলে, সকল গণনার যোগ্য এমন সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1,2,3,4…N

এখানে,
 x2 = 1
∴ x = ± 1

কিন্তু - 1 স্বাভাবিক সংখ্যা নয়।

তাই, S = {1}

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions