Solution
Correct Answer: Option B
N বলতে স্বাভাবিক সংখ্যার সেট বুঝায়।
শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে । অন্যভাবে বলতে গেলে, সকল গণনার যোগ্য এমন সংখ্যা কে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1,2,3,4…N
এখানে,
x2 = 1
∴ x = ± 1
কিন্তু - 1 স্বাভাবিক সংখ্যা নয়।
তাই, S = {1}