'স্বাধীন' শব্দের ব্যাসবাক্য কোনটি?

A স্বীয়-এর অধীন

B সত্ত্বার অধীন

C স্ব-এর অধীন 

D স্বত্তের-অধীন

Solution

Correct Answer: Option C

• সঠিক উত্তর - স্ব-এর অধীন। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।

ষষ্ঠী তৎপুরুষ সমাস: 
-  পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।

যথা: 
- চায়ের বাগান = চাবাগান, 
- রাজার পুত্র = রাজপুত্র, 
- খেয়ার ঘাট = খেয়াঘাট।
- স্ব-এর অধীন = স্বাধীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions