‘একেই কি বলে সভ্যতা’- বিষয়ের দিক হতে একটি-
Solution
Correct Answer: Option B
‘একেই কি বলে সভ্যতা’- বিষয়ের দিক হতে একটি প্রহসন। এটি ১৮৬০ সালে প্রকাশিত হয়।
- তাঁর রচিত অপর প্রহসন 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'।
- ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন 'তিলোত্তমাসম্ভব' কাব্য।
- এরপর একে একে রচিত হয় 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) নামে মহাকাব্য, 'ব্রজাঙ্গনা' কাব্য (১৮৬১), 'কৃষ্ণকুমারী' নাটক (১৮৬১), 'বীরাঙ্গনা' কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতা (১৮৬৬)।