Solution
Correct Answer: Option D
সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ' কাঁদো নদী কাঁদো ' অস্তিত্ববাদী উপন্যাস । চেতনাপ্রবাহ রীতির মাধ্যমে রচিত এ উপন্যাসের প্রধান চরিত্র -মুস্তফা ,তবারক ,খোদেজা ,খেদমাতুল্লাহ । তার আরও দুটি উপন্যাস হল - লালসালু ও চাঁদের আমাবশ্যা । অন্যদিকে সংকর
সংকীর্তন ও সূর্যদীমল বাড়ী উপন্যাসের রচয়িতা হলেন যথাক্রমে আবু জাফর শামসুদ্দিন ও আবু ইসহাক ।