নিচের কোন বাক্যটি শুদ্ধ?

A তুমি কী চট্টগ্রাম যাবে?

B সমুদয় পক্ষীই নীড় বাঁধে

C তিনি স্বস্ত্রীক বেড়াতে এসেছিলেন

D হস্তীটি অপরিসীম স্থল

Solution

Correct Answer: Option B

শুদ্ধ বাক্য- সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

অন্যান্য বাক্যগুলোর শুদ্ধরূপ হলোঃ
তুমি কী চট্টগ্রাম যাবে? >তুমি কি চট্টগ্রাম যাবে?
তিনি স্বস্ত্রীক বেড়াতে এসেছিলেন >তিনি স্ত্রীক বেড়াতে এসেছিলেন।
সে সঙ্কট অবস্থায় পড়েছে >সে সংকটে পড়েছে।
হস্তীটি অপরিসীম স্থল>হস্তীটি অত্যন্ত স্থুলকায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions