বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত ও প্রথম সার্থক নাটক কোনটি?

A মেঘনাদবধ কাব্য

B বীরাঙ্গনা

C ব্রজাঙ্গনা

D শর্মিষ্ঠা

Solution

Correct Answer: Option D

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। নাটকটি ১৮৫৯ সালে প্রথম প্রকাশিত হয় । এটি মধসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ ।
- পদ্মাবতী ১৮৬০ , কৃষ্ণকুমারী ১৮৬১ মধুসূদনের রচিত নাটক ।
- দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions