প্রতি বছর কোন শহরের জন লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায় । এক বছর ঐ শহরের জনসংখ্যা 400 জন বৃদ্ধি পেলে, মোট জনসংখ্যা কত?
A 10,000
B 10,500
C 11,000
D 11,500
Solution
Correct Answer: Option A
প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার = 7% - 3% = 4%
4 জন বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা = 100 জন
∴1জন বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা= 100/4 জন
∴400 জন বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা= 100*400/4 জন
= 10,000 জন।