শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা বাংলা করার দাবি কে প্রথম উত্থান করেন?

A ড. মুহম্মদ শহীদুল্লাহ

B মুনীর চৌধুরী

C শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত

D আবু ইসহাক

Solution

Correct Answer: Option C

-শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা বাংলা করার দাবি প্রথম উত্থান করেন।
-তিনি ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে এ দাবি জানান।
-তিনি বলেন, "বাংলা ভাষা পূর্ব পাকিস্তানের জনগণের মাতৃভাষা।
-এ ভাষাতেই তারা চিন্তাভাবনা করে, কথা বলে, লেখাপড়া করে।
-তাই এ ভাষাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা করা উচিত।"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions