'লেট দেয়ার বি লাইট' একটি-

A বাতিঘর

B কাব্যগ্রন্থ

C চলচ্চিত্র

D নাটক

Solution

Correct Answer: Option C

-'লেট দেয়ার বি লাইট' একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি জহির রায়হান পরিচালিত একটি অসমাপ্ত চলচ্চিত্র।
-এই চলচ্চিত্রটি ১৯৭০ সালের আগস্ট থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত নির্মিত হয়েছিল।
-চলচ্চিত্রটিতে বাংলা ভাষার স্বীকৃতি ও মুক্তিযুদ্ধের পটভূমিতে একটি প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions